ইউএসটিসিতে উদ্যোক্তা উন্নয়নে সেমিনার

| বুধবার , ২১ মে, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

 

ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদের উদ্যোগে Innovate Launch and Grow : Developing Enterpreneurial Mindest শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ব্লকডিতে অবস্থিত সেমিনার কক্ষে এই অনুষ্ঠানটি ১৯ মে অনুষ্ঠিত হয়। উদ্যোক্তা মাইন্ডসেট বিকাশের লক্ষ্যে আয়োজিত এই সেমিনার ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদের লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। চাকরি প্রার্থীর পরিবর্তে চাকরি সৃষ্টিকারী হিসেবে স্নাতকদের গড়ে তোলা এই মূলমন্ত্রে বিশ্বাসী ইউএসটিসির ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদ ভবিষ্যৎ প্রজন্মকে উদ্ভাবনী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। যিনি আনুষ্ঠানিকভাবে সেমিনার উদ্বোধন করেন। তিনি বর্তমান বিশ্বে উদ্যোক্তা শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টার্টআপ চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরাফাতুল ইসলাম আকিব। তাঁর বাস্তবভিত্তিক উপস্থাপনা শিক্ষার্থীদের মাঝে নতুন ধারণা ও উদ্যোগ গ্রহণের আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএসটিসি রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাহাবুদ্দিন। তিনি উপস্থিত সকল শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্থ ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মিস ফাহমিদা আহমেদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মিস চন্দ্রা দাস। তাঁরা ভবিষ্যতে স্টার্টআপ চট্টগ্রামের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এই ধরণের সেমিনার শিক্ষার্থীদের উদ্যোক্তা মাইন্ডসেট গঠনের পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থান সৃষ্টির পথ দেখাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলন-সংগ্রামে নজরুল
পরবর্তী নিবন্ধছয় ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা