ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগাংয়ের (ইউএসটিসি) ব্যবসায় প্রশাসন অনুষদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দু’দিনব্যাপী (১৮ হতে ১৯ ফেব্রুয়ারি) আন্তঃবর্ষ বিতর্ক প্রতিযোগিতা– ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ব্যবসায় প্রশাসন অনুষদের ২০ জন শিক্ষার্থীর ৫টা দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন উপ– উপাচার্য প্রফেসর ড. নুরুল আবছার, রেজিস্ট্রার দিলীপ কুমার বডুয়া, আইকিউএসি পরিচালক ড. অনিন্দ্য কুমার নাথ, ড. মাইকেল দত্ত। তাছাড়া উপস্থিত ছিলেন ফাহমিদা আহমেদ, চন্দ্রা দাস সহ ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনস্ট্রেশনের সকল ফ্যাকাল্টি মেম্বার। প্রতিযোগিতায় বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রা দাস, রুপম চৌধুরী, কাজী রিফাহ নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী অধ্যাপক ড. শাহানারা বাশার। প্রেস বিজ্ঞপ্তি।