ইউএসটিসির প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ক গবেষনা সংগঠন এফসেট রিসার্চ ক্লাবের আয়োজনে তথ্য প্রযুক্তিখাতে চাকরির ভবিষ্যৎ ও প্রস্তুতি বিষয়ক এক সেমিনার গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে আইটি ভিত্তিক চাকরী, সম্ভাব্য সমস্যাবলি, স্ব–দক্ষতা উন্নয়ন ও আইটি সেক্টরে উদ্যোক্তা হবার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে শিক্ষার্থীরা কৃত্তিম বুদ্ধিমত্তা কীভাবে ভবিষ্যত জীবনকে পাল্টে দিতে পারে তা নিয়ে আলোচনা করা হয়৷
সেমিনারে অতিথি ছিলেন তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন, লিবারেট ল্যাবের মানবসম্পদ বিভাগের সিনিয়র এঙিকিউটিভ মো. রকিবুল ইসলাম এবং অপারেশনস এঙিকিউটিভ আকিব বিন আয়ুব খান। মূল বক্তা ছিলেন লিবারেট ল্যাবের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আবীর বিন আয়ুব খান। ক্লাবের মডারেটর ও প্রভাষক তপু বিশ্বাসের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সভাপতি মুহাম্মদ ইয়াসিন উদ দৌলা, সাধারণ সম্পাদক তায়েব হোসেন, অর্ণব বৈদ্য। অনুষ্ঠান পরিচালনা করেন কামরুল ইসলাম চৌধুরী। বক্তারা প্রকৌশল শিক্ষার্থীদেরকে তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে ইউএসটিসির ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রেস বিজ্ঞপ্তি।