ইউএনবি’র চেয়ারম্যান আমানউল্লাহ খানের জীবনাবসান

| শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:০১ পূর্বাহ্ণ

দেশের বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশইউএনবি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমানউল্লাহ খান ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৬টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের জনসংযোগ শাখার ব্যবস্থাপক ডা. ফজলে রাব্বি খান। পরিবারের সদস্যরা বলেন, বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে এ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। খবর বিডিনিউজের।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ স্বজনদের রেখে গেছেন। তার ভাই এনায়েতুল্লাহ খান ইউএনবির ব্যবস্থাপনা পরিচালক। পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার বাদ জুমা গুলশানের কেন্দ্রীয় আজাদ মসজিদে আমানউল্লাহ খানের নামাজে জানাজা শেষে বনানী কবরাস্থানে দাফন করা হবে। কসমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আমানউল্লাহ খান ১৯৮৮ সালে প্রতিষ্ঠান করেন ইউএনবি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর মোবাইল চুরি
পরবর্তী নিবন্ধআজ সাবেক এমপি প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী