হাটহাজারীতে ইউএনও এবং এসিল্যান্ডের নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গতকাল শনিবার ০১৭৩১-৫৯৯৪৬৬ নম্বর থেকে মির্জাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য রুপেন কুমার শীলকে ফোন করা হয়। ফোনের অপর প্রান্তের লোকটি নিজেকে এসিল্যান্ডের অফিসের লোক বলে পরিচয় দেন এবং সরকারহাট বাজারের ঘোষ ফুড এবং ঘোষ মিষ্টি ভাণ্ডারের নম্বর চান। এ সময় ইউপি সদস্যকে ওই দুই দোকান থেকে নগদ টাকা তুলে দেয়ার প্রস্তাব দেয়া হয়। অন্যথায় দুই দোকানকে মোটা অংকের জরিমানা করা হবে বলে জানান। এরপর একই নম্বর থেকে মদুনাঘাট এলাকার এক বেকারি মালিককে ফোন করা হয়। সে সময় ইউএনওর অফিসের লোক পরিচয় দিয়ে চাঁদা দাবি করা হয়। হাটহাজারী ইউএন মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।