বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে অবশেষে কাথরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইবনে আমিন ও মেম্বার বাদশা মিয়ার মধ্যে ‘সমঝোতা’ হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরীর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি বৈঠকে পুরাতন পরিষদ সংস্কার করে সেখানে কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত হয়। সেই সাথে বাদশা মিয়ার স্বাক্ষরযুক্ত খালি স্ট্যাম্পও ফেরত দেয়ার সিদ্ধান্ত হয়। এরই প্রেক্ষিতে চেয়ারম্যান ইবনে আমিনের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলা মেম্বার বাদশা মিয়া প্রত্যাহার করবেন বলে ‘সমঝোতা’য় উপনীত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানির ব্যাপারে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদশা মিয়া বলেন, ‘আমার নেওয়া খালি স্ট্যাম্প ফেরত দেওয়ায় অভিযোগ তুলে নেওয়া হচ্ছে এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম পুরাতন পরিষদ কার্যালয়ে করার জন্য বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী নির্দেশ দিয়েছেন।’
কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন বলেন, ‘আমার পরিষদের সদস্যদের মাঝে যে ভুল বুঝাবুঝি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের মাধ্যমে সমঝোতা হয়েছে।’












