ইউএনওর নম্বর ক্লোন করে চাঁদা দাবি, থানায় জিডি

বোয়ালখালী প্রতিনিধি | বুধবার , ২২ জুন, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে স্কুলের প্রধান শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। বিষয়টি ইউএনও নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন।

ফেসবুকে এক পোস্টে ইউএনও জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোবাইল নম্বর (০১৭৩৩৩৩৪৩৪৬) ক্লোন করে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয়ে টাকা দাবি করছে। বিষয়টি নজরে আসার পর তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা প্রদান করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, অজ্ঞাত প্রতারক চক্রটি উপজেলার কধুরখীল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ ও বেঙ্গুরা কে বি কে আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমি বড়ুয়াসহ বেশ কয়েকজনকে ফোন করে কাউকে প্রকল্প, আবার কাউকে ল্যাপটপ দেওয়ার কথা বলে টাকা দাবি করতে থাকে।

এ বিষয়ে কধুরখীল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ জানান, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ থেকে আমার বিদ্যালয়ের জন্য ল্যাপটপ বরাদ্দ করা হয়েছে উল্লেখ করে আমার কাছে সরাসরি টাকা দাবি করা হয়। এ নিয়ে আমার সন্দেহ হলে আমি বিষয়টি ইউএনওকে জানাই।

এ বিষয়ে ইউএনও মোহাম্মদ মামুন বলেন, ইতোমধ্যে এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় জিডিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান তিনি। জানতে চাইলে বোয়ালখালী থানার ওসি মোহাম্মদ আবদুল করিম বলেন, ইউএনও থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায় ব্যক্তিকে সিএনজি দিল জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট
পরবর্তী নিবন্ধপরিবহন নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি