ইউএনওকে সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্টদের স্মারকলিপি

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি

সন্দ্বীপ প্রতিনিধি | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪৮ পূর্বাহ্ণ

সন্দ্বীপের সামপ্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার কাছে স্মারকলিপি প্রদান করেছে সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম। গতকাল শনিবার সংগঠনটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। যেখানে সন্দ্বীপের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সমপ্রতি সন্দ্বীপে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে, গত ১৫ জানুয়ারি হারামিয়া ইউনিয়নে বিএনপি নেতা মাইন উদ্দিন ফয়সলকে গুলি করা এবং ২০ জানুয়ারি গাছুয়া ইউনিয়নে বিএনপি নেতা জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যার ঘটনা জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এছাড়াও, গরুমহিষ চুরি, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সন্দ্বীপের অধিকাংশ পুরুষ প্রবাসে থাকায় তাদের পরিবারগুলোর মধ্যে নিরাপত্তাহীনতার আশঙ্কা বেড়েছে।

সন্দ্বীপ অনলাইন এক্টিভিস্ট ফোরাম দাবি করেছে, প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই সন্দ্বীপের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। তারা রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সকল অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানান, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধফের আন্দোলনে নামছেন প্রাথমিকের শিক্ষকরা
পরবর্তী নিবন্ধযেভাবে নিজের বায়ুমণ্ডল ধরে রেখেছে শনির চাঁদ টাইটান