ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে চট্টগ্রামের ব্যবসায়ীদের মতবিনিময়

| শনিবার , ২৫ জানুয়ারি, ২০২৫ at ৯:০৮ পূর্বাহ্ণ

ব্যবসাবাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। গতকাল নগরীর হোটেল পেনিনসুলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমীর আলী হোসেন, কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, পিএইচপি গ্রুপের শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ জহিরুল ইসলাম, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মোহাম্মদ তানভীর, এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সাকিফ আহমেদ সালাম, মেরিডিয়ান গ্রুপের পরিচালক আকিব কামাল, গ্লোবাল কনটেইনারস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা নিশান বি চৌধুরী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানব পুঁজি উন্নয়ন বিভাগের টিম লিডার কাউন্সিলর জুরেট স্মেলস্কিট, সবুজ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বিভাগের টিম লিডার প্রথম কাউন্সিলর ইডুইন কোইককোইক, বাণিজ্য কাউন্সিলর আবু সাইদ বেলাল, মানব পুঁজি উন্নয়ন বিভাগের প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা, বাংলাদেশ এপারেল এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজ উদ্দিনের নির্বাহী সহকারী তাসনিয়া ফাইরুজ সোহা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডিবেটারস অফ চিটাগং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধগ্রিন বাড্‌স ইন্টারন্যাশনাল স্কুলে পিঠা উৎসব