ইইউ-যুক্তরাজ্যের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইরানের নিষেধাজ্ঞা

| বুধবার , ২৬ এপ্রিল, ২০২৩ at ১১:০১ পূর্বাহ্ণ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ব্রিটেনের ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। ইইউ ও ব্রিটেনে কর্মরত ইরানের কয়েকজন কর্মকর্তা এবং সংস্থার অপর নিষেধাজ্ঞা আরোপ করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিষেধাজ্ঞা আরোপের এতথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন, ইরানি জনগণের বিরুদ্ধে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কানি দেওয়া, ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, ইরান সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার এবং ইরানি জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসবাদ পরিচালনার লক্ষ্যে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে তেহরান এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। খবর বাংলানিউজের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের সঙ্গে জড়িত তারা আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো লঙ্ঘন করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউরোপ ও ব্রিটেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের ওপর ভ্রমণ নিষেধের পাশাপাশি সম্পদ জব্দ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১১.০৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্ট নির্বাচনে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জো বাইডেন