ইরানে সরকারবিরোধী বিক্ষোভে কঠোর দমনপীড়নের প্রতিক্রিয়ায় তেহরানের ওপর যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপ করা নতুন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। এর পাল্টা জবাব দেওয়ার হুমকিও দিয়েছে দেশটি। ইরানের মোল্লাতন্ত্রের ওপর চাপ বাড়াতে সোমবার দেশগুলো এ নিষেধাজ্ঞা দেয়। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেছেন, ইসলামিক রিপাবলিক (ইরান) শিগগিরই ইইউ এবং ইংল্যান্ডের মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার তালিকা ঘোষণা করবে। খবর বিডিনিউজের।
ইইউ এবার ইরানের ৩০ জনের বেশি কর্মকর্তা ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে আছে ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ডের ইউনিটও। তাদের বিরুদ্ধে বিক্ষোভ নির্মমভাবে দমন এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র, ইইউ, যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা
যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রও ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক এমনিতেই ভাল না। এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে সেই সম্পর্কে আরও অবনতিরই প্রকাশ ঘটেছে। ইরানে গতবছর সেপ্টেম্বরে নীতি পুলিশ হেফাজতে কুর্দি নারী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া অস্থিরতা দমনে সরকার যে ভয়াবহ দমনপীড়ন চালিয়েছে, তার প্রতিক্রিয়ায় এটিই পশ্চিমা দেশগুলোর সর্বসামপ্রতিক নিষেধাজ্ঞা।
মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরান যে সরকারবিরোধী বিক্ষোভ দেখছে, তাকে ১৯৭৯ সালে ইসলামে বিপ্লবের পর দেশটির শাসকগোষ্ঠীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলা হচ্ছে। তেহরান এ অস্থিরতা উসকে দেওয়ার জন্য পশ্চিমা শাসকগোষ্ঠীকে দুষছে।