ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদের সাথে নগর জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাৎ

| বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১০:৪২ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দের সাথে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিগণের একটি দল গতকাল বুধবার মহানগরী জামায়াতের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পলিটিক্যাল এনালিস্ট মার্সেল ন্যাগি, লিগ্যাল এনালিস্ট এরিনি গোউনারি প্রমুখ। তারা চলতি ডিসেম্বরে বাংলাদেশে আগমন করেন সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যবেক্ষণের জন্য। বৈঠকে চট্টগ্রাম মহানগরী জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন আমির মুহাম্মদ নজরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম১০ আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম৯ আসনের প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম১১ আসনের প্রার্থী শফিউল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগরী মহিলা জামায়াতের সেক্রেটারি ফরিদা খানম, সহকারী সেক্রেটারি আয়েশা পারভিন, সাংগঠনিক সম্পাদক উম্মে কানিজ জাহান ও উম্মে ফাতেমা।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিগণ দেশের সার্বিক নির্বাচনী পরিবেশ, রাজনৈতিক দলগুলোর গণসংযোগ কার্যক্রম এবং মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় নগর আমির বলেন, আমরা দেশের আইনকানুন ও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে নিয়মতান্ত্রিকভাবে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করছি। আমাদের নারী জনশক্তিরাও এতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভরিপ্রতি স্বর্ণের দাম প্রায় দুই লাখ ৭০ হাজার টাকা
পরবর্তী নিবন্ধসহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক কারাগারে