সাউদার্ন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রভাষক মোহাম্মদ লিয়াকত আলী (৩০) গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে….রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাউদার্ন ইউনিভার্সিটি পরিবার। তিনি স্ত্রী, দুটি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।এক শোকবার্তায় উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।