ইংল্যান্ডে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগটি উঠেছে বেশ কিছুদিন আগে। সেই অভিযোগ থেকে মুক্ত হতে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব। পরীক্ষায় চার ওভার বোলিং করেছেন সাকিব। এর মধ্যে তিন ওভার জোরে এবং এক ওভার কম গতিতে বোলিং করেন তিনি। সাকিব আশাবাদী, এই পরীক্ষায় সফলভাবে পাস করবেন। সাকিবের বিরুদ্ধে অভিযোগটি গত সেপ্টেবরের। সারের হয়ে কাউন্টি ক্রিকেটে শুধুমাত্র একটি ম্যাচ খেলেন সাকিব। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচটিতে দুই ইনিংসে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন সাকিব। এর প্রায় দুই মাস জানা যায়, ওই সময়ে সাকিবের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচের দুই আম্পায়ার। বোলিং অ্যাকশন ঠিকমতো পর্যালোচনার জন্য তাকে পরীক্ষা দিতে বলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে তখন তাকে নিষিদ্ধ করা হয়নি। এরপর আবুধাবি টিটোয়েন্টিতে খেলেছেন তিনি। সেখান থেকে সোজা ইংল্যান্ডে গিয়ে পরীক্ষা দিলেন তিনি। আগামী ৭ দিনের মধ্যে ফল পেয়ে যাবেন সাকিব। ১৮ বছরের ক্যারিয়ারে এই প্রথম সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তোলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকার কাছে হেরে গ্রুপ রানার্স আপ বাংলাদেশ
পরবর্তী নিবন্ধব্র্যাডম্যানের ‘ব্যাগি গ্রিন’ ৩ কোটি টাকায় বিক্রি