আগের দুই ম্যাচের ছন্দ ধরে রেখে আরেকটি বিধ্বংসী ইনিংস খেললেন হ্যারি ব্রুক। বেন ডাকেট উপহার দিলেন দুর্দান্ত সেঞ্চুরি। কিন্তু শক্ত অবস্থানে থেকে ব্যাটিং ধসে সংগ্রহটা বেশি বড় হলো না ইংল্যান্ডের। স্পিনারদের নৈপুণ্যে ঘুরে দাঁড়ানোর পর ম্যাথু শর্টের ঝড়ো ইনিংসে জিতল অস্ট্রেলিয়া। বৃষ্টিবিঘ্নিত পঞ্চম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস–স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে অস্ট্রেলিয়া জিতেছে ৪৯ রানে। সে সাথে পাঁচ ম্যাচের সিরিজ জিতল ৩–২ ব্যবধানে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ফিল সল্ট ও ডাকেটের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ইংল্যান্ড। সপ্তম ওভারে অ্যারন হার্ডি ভাঙেন এ জুটি। ফিল সল্ট ফিরেন ২৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৫ রান করে। উদ্বোধনী জুটিতে ৫৮ রান আসে ৪২ বলে। তিনে নেমে হার্ডির পরের ওভারে শূন্য রানে বিদায় নেন উইল জ্যাকস। এরপর ব্রুক শুরুতে সময় নেন কিছুটা। প্রথম ২০ বলে তার রান ছিল ৯। এরপর জ্যাম্পাকে পরপর চার ও ছক্কায় রানের গতিতে দম দেন তিনি। জ্যাম্পার পরের ওভারে মারেন তিনটি ছক্কা। ডাকেট ফিফটি করেন ৪৫ বলে। ব্রুক পঞ্চাশ ছুঁয়ে ফেলেন ৩৯ বলেই। ব্রুককে থামান জ্যাম্পা। সিরিজে ৫ ম্যাচে তার মোট রান হলো ৩১২। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে কোনো অধিনায়কের যা সর্বোচ্চ। ২০১৯ সালে ঘরের মাঠে ৫ ম্যাচের সিরিজে ভিরাট কোহলির ৩১০ রান ছিল আগের সর্বোচ্চ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের হয়ে ব্রুকের চেয়ে বেশি রান করতে পেরেছেন কেবল আর একজন। ২০১০–১১ মৌসুমে ৭ ম্যাচের সিরিজে ৩৭৫ রান করেছিলেন জোনাথান ট্রট। ব্রুকের বিদায়ে ৯৮ বলে ১৩২ রানের জুটি ভাঙার পরই ইংল্যান্ডের ছন্দপতনের শুরু। আগের ম্যাচে ২৭ বলে অপরাজিত ৬২ রান করা লিয়াম লিভিংস্টোন এবার ফিরেন শূন্য রানে। টিকতে পারেননি জেমি স্মিথও। ডাকেট সেঞ্চুরি পূর্ণ করেন ৮৬ বলে। ওয়ানডে ক্যারিয়ারের দুটি সেঞ্চুরিই করলেন তিনি একই মাঠে। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে তিনি ৭৮ বলে অপরাজিত ১০৭ রান করার পর বৃষ্টিতে ভেসে গিয়েছিল ম্যাচ। সেঞ্চুরির পর ইনিংস টেনে নিতে পারেননি ডাকেট। প্রথমবার আক্রমণে এসে একটি ছক্কা হজমের পর তাকে বিদায় করেন হেড। ১০৭ রান করে ফিরেন ডাকেট। নিজের তৃতীয় ও চতুর্থ ওভারে তিনি ফিরিয়ে দেন জেকব বেথেল ও ব্রাইডন কার্সকে। একটা পর্যায়ে ২ উইকেটে ২০২ থেকে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২৭৬। সেখান থেকে আদিল রাশিদের ৩৫ বলে ৩৬ রানের সুবাদে ৩০৯ রানে থামে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ৭ ওভারে অস্ট্রেলিয়া তুলে ফেলে ৭৮ রান। পরের ওভারে আক্রমণে এসে হেডকে ফেরান কার্স। তান্ডব অব্যাহত রেখে শর্ট ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন ২৩ বলে। অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে এই সংস্করণে দ্রুততম ফিফটি এটিই। ২০১৫ সালে পার্থে ২৪ বলে ফিফটি করেছিলেন জেমস ফকনার। প্রথম ১০ ওভারে অস্ট্রেলিয়া করে ১ উইকেটে ১০৩ রান। ফিফটির পর বেশিদূর যেতে পারেননি শর্ট। ফিরেছেন ৫৮ রান করে। এরপর দলকে এগিয়ে নেন স্টিভেন স্মিথ ও জশ ইংলিস। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংসের ২১তম ওভারে প্রথম চার বলের পরই। ততক্ষনে ২ উইকেটে ১৬৫ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। যা তাদের জয় পাইয়ে দেয়।