ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দল এখন ভারতে। এরই মধ্যে আইসিসির দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের একটি খেলেও ফেলেছে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে সে ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ দল। যদিও সে ম্যাচে খেলেননি টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সামান্য ইনজুরির কারণে তিনি মাঠে নামেননি। তবে আজ দ্বিতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে ইংলান্ডের বিপক্ষে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি টাইগার অধিনায়কের। গোয়াহাটির আসাম ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করবে বাংলাদেশ দল। এরপর মুল ম্যাচের ভেন্যু হিমাচল প্রদেশের ধর্মশালায় চলে যাবে বাংলাদেশ দল। সেখানে আগামী ৭ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। একই মাঠে আরো একটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১০ অক্টোবর সে ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ইংল্যান্ড।
যেহেতু বিশ্বকাপের মূল মঞ্চের দ্বিতীয় ম্যাচেই ইংলিশদের মুখোমুখি হতে হবে বাংলাদেশ দলকে তাই তার আগে আজকের প্রস্তুতি ম্যাচটা বেশ গুরুত্বপূর্ন টাইগারদের জন্য। ইংলিশদের সাথে শক্তিমত্তা যাচাই করে নিতে এই ম্যাচটি সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন বাংলাদেশ শিবির। যদিও গত ২৯ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে দারুণ খেলেছে বাংলাদেশ দল। শ্রীলংকার বিপক্ষে বোলারদের পাশাপাশি ব্যাটাররাও দারুণ করেছেন ব্যাট হাতে। বিশেষ করে বাংলাদেশ দলেল সবচাইতে দুর্বলতার যে জায়গা সেই উদ্বোধনী জুটিতে দারুণ করেছেন লিটন দাশ এবং তরুণ তানজিদ হাসান তামিম। সিনিয়র তামিমের অনপস্থিতিতে জুনিয়র তামিম দারুণ করেছেন ব্যাট হাতে। খেলেছেন ৮৪ রানের দারুণ এক ইনিংস। আরেক ওপেনার লিটন দাশ রান খরা কাটিয়ে আবার রানে ফেরার ইঙ্গিতটা বেশ ভালই দিয়েছেন। তার ব্যাট থেকে আসে ৬১ রাপনের ঝলমলে এক ইনিংস। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মেহেদী হাসান মিরাজও। সে ম্যাচে অধিনায়কেরও দায়িত্ব পালন করেন মিরাজ। সে ম্যাচে মিরাজ করেন ৬৪ বলে অপরাজিত ৬৭ রান।
এর আগে বাংলাদেশের বোলাররা শ্রীলংকাকে থামিয়ে দিয়েছিল ২৬৩ রানে। যেখানে শেখ মেহেদী হাসান নিয়েছিলেন তিন উইকেট। যদিও গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের বোলাররা বেশ ভাল করেই আসছিল। কিন্তু ব্যাটাররা পারছিলেন না তাদের সামর্থটা দেখাতে। এশিয়া কাপে ব্যাটারদের ব্যর্থতায় ফিরেেত হেয়ছে খালি হাতে। তবে এবারের বিশ্বকাপে আর খালি হাতে ফিরতে চায়না। সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ এবারের বিশ্বকাপে ভাল করার সামর্থ রাখে বলে মনে করেন দলের একাধিক কর্মকর্তা। যদিও তামিম ইকবালের মত দেশ সেরা ক্রিকেটার নেই। তবে রয়েছেন মাহমুদউল্লাহর মত লড়াকু ক্রিকেটার। সে সাথে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে বেশ ভাল একটি দল নিয়ে বিশ্বকাপে খেলতে গেছে বাংলাদেশ দল। তাই আজকের প্রস্তুতি ম্যাচটা বেশ অর্থ বহন করছে। কারণ ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের বিশ্বকাপের মূল পর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে নামার আগে এই প্রস্তুতি ম্যাচ থেকে ইংলিশদের শক্তি আর সামর্থ্যের ব্যাপারে একটি ধারণা পাওয়া যাবে। তাই নিশ্চয়ই এই ম্যাচটি জিততে চাইবে বাংলাদেশ দল।