হতশ্রী ব্যাটিংয়ে পারফরম্যান্সে দেড়শও করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। ছোট্ট লক্ষ্য তাড়ায় তাদের অনায়াসে হারিয়ে দিল ইংল্যান্ড অনূর্ধ্ব–১৯ দল। তাতে যুব বিশ্বকাপ থেকে আজিজুল–রিজানদের বিদায় নিশ্চিত হয়ে যায়। বুলাওয়াতে সোমবার সুপার সিক্সের দুই নম্বর গ্রুপের ম্যাচে ৭ উইকেটে জিতেছে ইংল্যান্ড। বাংলাদেশকে ১৩৬ রানে গুটিয়ে ১৫৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে গেছে তারা। গ্রুপ পর্বে কেবল একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, সেটাও সুপার সিক্সে উঠতে না পারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে। নামের পাশে কেবল এক পয়েন্ট নিয়ে পরের ধাপে ওঠা আজিজুলের দলকে সেমি–ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে সুপার সিক্সের দুটি ম্যাচই জিততে হতো। কিন্তু প্রথম পরীক্ষায়ই হেরে বাদ পড়ে গেল। ২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর টানা তিনটি বিশ্বকাপে সেমি–ফাইনালের আগেই বিদায় নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের যুবাদের। এদিন রান তাড়ায় ২ ছক্কা ও ৫টি চারে অপরাজিত ৫৯ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন ইংল্যান্ড অধিনায়ক টমাস রু। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে চার মেরে ম্যাচ শুরু করেন জাওয়াদ আবরার। কিন্তু ওভারের তৃতীয় বলে উইকেট বিলিয়ে আসেন তিনি। অনেক বাইরের বলে ব্যাট চালিয়ে ডিপ থার্ডম্যানে ধরা পড়েন এই ওপেনার। রিফাত বেগ ও আজিজুল হাকিমের ব্যাটে সেই ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠে বাংলাদেশ। তাদের ৪৬ রানের জুটি ভাঙে রিফাত কট বিহাইন্ড হলে। ৪টি চারে ৩৬ বলে ইনিংসের সর্বোচ্চ ৩১ রান করে ফেরেন এই ওপেনার। কিছুক্ষণ পর শুরু হয় ব্যাটসম্যানদের আসা–যাওয়ার মিছিল। ১৯তম ওভারে বিদায় নেন আজিজুল ও কালাম সিদ্দিকি। একশ রানের আগে রিজান হোসেনকেও হারায় দল। দলের শতরান পার হতেই ড্রেসিং রুমের পথ ধরেন সামিউন বাশির। কয়েক ওভার পর বিদায় নেন ভালো খেলতে থাকা মোহাম্মদ আবদুল্লাহও (৩ চারে ২৫)। এরপর আর বেশিদূর যেতে পারেনি বাংলাদেশ। ২ উইকেটে ৭১ রান থেকে ১৩৬ রানে গুটিয়ে যায় তারা।












