ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা

| সোমবার , ২১ জুন, ২০২১ at ১০:৩৮ পূর্বাহ্ণ

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যদের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে ফিরেছেন গার্টন ও জো রুট। এক সিরিজ পর দলে ফিরেছেন রুট। অভিজ্ঞ এই ব্যাটসম্যান গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন। তবে ভারত সফরের দলে ছিলেন না তিনি। ভারতের বিপক্ষে না খেলা ক্রিস ওকসও আছেন দলে। দুই বছরের বেশি সময় পর ওয়ানডে খেলার সুযোগ এসেছে লিয়াম ডসনের সামনে। শ্রীলংকা সফরে ২০১৮ সালে দেশের হয়ে এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেছিলেন এই স্পিনিং অলরাউন্ডার। গত আগস্টে আয়ারল্যান্ড সিরিজে খেলা ডেভিড উইলিও দলে ফিরেছেন। ভারত সিরিজের দল থেকে বাদ গেছেন ম্যাট পার্কিনসন। আগামী ২৯ জুন শুরু হবে ইংল্যান্ড-শ্রীলঙ্কার ওয়ানডে লড়াই। পরের দুই ম্যাচ ১ ও ৪ জুলাই।
ইংল্যান্ড ওয়ানডে দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাঁলার, স্যাম কারান, টম কারান, লিয়াম ডসন, জর্জ গার্টন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

পূর্ববর্তী নিবন্ধইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে আজকের খেলা
পরবর্তী নিবন্ধকারাতেকে পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি