ইংল্যান্ডকে বিদায় করলো আফগানিস্তান

ইব্রাহিমের ১৭৭, আজমতের ৫ উইকেট

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দিলো আফগানিস্তান। ইনিংসের এক বল বাকি থাকতে ইংলিশদের অলআউট করে ৮ রানে জেতে তারা। ইংল্যান্ড দুই খেলার দুটিতে পরাজিত হয়েছে। অন্যদিকে আফগানিস্তান দুই খেলার একটিতে জয় এবং একটিতে পরাজিত হয়। ইব্রাহিম জাদরানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে গতকাল লাহোরে ৩২৫ রান করেছিল আফগানিস্তান। একই মাঠে আগের ম্যাচে সাড়ে তিনশর বেশি রান তাড়া করার প্রেরণা নিয়ে জয়ের আভাস দিয়েছিল ইংল্যান্ড। তবে আজমতউল্লাহ ওমরজাইয়ের দারুণ বোলিংয়ে পেরে ওঠেনি তারা। ফিল সল্টকে (১২) বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। ৩২৬ রানের লক্ষ্যে নেমে জো রুটের ব্যাটে যখন ইংল্যান্ড চোখ রাঙাচ্ছিল, তখন আরও দুইবার ব্রেকথ্রু করেন আফগানিস্তানের ফাস্ট বোলার। জস বাটলারের (৩৮) সঙ্গে রুটের জুটি অস্বস্তিতে রেখেছিল আফগানিস্তানকে। আজমত ভেঙে দেন ৮৩ রানের জুটি। বাটলার (৩৮) ফিরে গেলেও রুট একপ্রান্ত আগলে রেখে ইংল্যান্ডকে এগিয়ে নিতে থাকেন। ৪৬তম ওভারে তাকে ফিরিয়ে দেন আজমত। ১১১ বলে ১১ চার ও ১ ছয়ে ১২০ রানে কিপার রহমানউল্লাহ গুরবাজের ক্যাচ হন রুট। ২৫ বলে তখন ইংল্যান্ডের দরকার ৩৯ রান। সপ্তম ব্যাটার হয়ে রুট প্যাভিলিয়নে ফিরলেও পথ হারায়নি তারা। নেমেই চার মারেন জোফরা আর্চার। পরের ওভারে তিনি আরেকটি বাউন্ডারি ও ডাবলসে রান বের করে নেন। আজমতকে একটি চার মেরে জেমি ওভারটনও আফগানদের ঘাম ছুটান। শেষ ২ ওভারে দুই উইকেট নিয়ে ১৬ রান দরকার ছিল ইংলিশদের। শেষের আগের ওভারে পঞ্চম বলে ফজল হক ফারুকী আর্চারকে ফিরিয়ে তাদেরকে ব্যাকফুটে ফেলেন। ওই ওভারে মাত্র ৩ রান করে ইংল্যান্ড। শেষ ওভারে লাগে ১২ রান। আজমত বোলিংয়ে এসে প্রথম চার বলে সিঙ্গেল দেন। পঞ্চম বলে লং অনে ইব্রাহিমের ক্যাচ হন আদিল রশিদ। ৩১৭ রানে ইংল্যান্ডকে অলআউট করে জয়ের আনন্দে ভাসে আফগানরা। আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই ৫টি,নবি ২টি উইকেট পান। এর আগে ইব্রাহিম জাদরানের রেকর্ড ইনিংসে আফগানিস্তান ৭ উইকেটে করে ৩২৫ রান। আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি আফগানদের। পাওয়ার প্লেতে ৩৭ রানে তিন উইকেট হারায় তারা। জোফরা আর্চার টপ অর্ডারের তিন ব্যাটারকে ফেরান। তারপর ইব্রাহিম ও হাশমতউল্লাহ শহীদীর ১০৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। হাশমতউল্লাহ ৪০ রানে বিদায় নেন। এরপর আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে ইব্রাহিমের ৭২ রানের জুটিতে শক্ত ভিত গড়ে তারা। ইনিংস শেষ করে আসার পথে ছিলেন ইব্রাহিম। কিন্তু পাঁচ বল বাকি থাকতে মোহাম্মদ নবির সঙ্গে তার ১১১ রানের জুটি ভেঙে যায়। ১৪৬ বলে ১২ চার ও ৬ ছয়ে ১৭৭ রান করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কদিন আগেই এই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বেন ডাকেটের (১৬৫) গড়া রেকর্ডটি ভেঙে দেন। ইব্রাহিম এখন প্রতিযোগিতার সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম আফগান হিসেবে সেঞ্চুরির রেকর্ডও এখন ইব্রাহিমের। নবি ৪০ রানে আউট হন। এছাড়া আজমতউল্লাহ করেন ৪১ রান। ইংল্যান্ডের জোফরা আর্চার ৩টি এবং লিভিংস্টোন ২টি উইকেট পান। ম্যান অবি ম্যাচ আফগানিস্থানের ইব্রাহিম জাদরান।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী বেপজা পাবলিক স্কুল ও নেভী এ্যাংকরেজ স্কুলের জয়
পরবর্তী নিবন্ধএসএওসিএল এর শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন