ইংল্যান্ডকে গুঁড়িয়ে আবারও শীর্ষে ভারত

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩০ অক্টোবর, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের দুর্দশা কাটছেই না। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারাতে পেরেছিল। বাকি পাঁচ ম্যাচ পরাজয় সঙ্গী হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের। গতকাল রোববার লখনউতে ইংল্যান্ড বল হাতে আশা জাগানিয়া পারফর্ম করলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছে যথারীতি। ভারতের করা ২২৯ রান তাড়া করতে গিয়ে টপাটপ উইকেট পড়ে যায় তাদের। ১২৯ রানে অলআউট হয় ইংলিশরা। এতে করে সবার আগে ইংল্যান্ডের বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো। আর সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ভারত। যশপ্রীত বুমরার প্রথম ওভারে চার রান তুলতে পেরেছিল ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারে মোহাম্মদ সিরাজের চতুর্থ ও পঞ্চম বলে মালান ছয়, চার মেরে আগ্রাসী সূচনার ইঙ্গিত দেন। ওই ওভারে ১৩ রান আদায় করে ইংল্যান্ড। পরের দুই ওভারে দুজনের আঁটসাট বোলিংয়ে ৯ রান তোলে তারা। বুমরার তৃতীয় ওভারে ধস শুরু। পঞ্চম বলে স্কয়ার কাট করতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন মালান (১৬)। জো রুট নেমেই এলবিডব্লিউ। রিভিউ নিলেও ডাক মারার লজ্জা পেতে হয় তাকে। অষ্টম ওভারে মোহাম্মদ শামির শেষ বলে রানের খাতা না খুলে বোল্ড হন স্টোকস। ১৩ রানে বিরাট কোহলির হাত ফসকে জীবন পাওয়া বেয়ারস্টো (১৪) ভারতের এই পেসারের পরের ওভারের প্রথম বলে বোল্ড হন। শামির হ্যাটট্রিক প্রচেষ্টা রুখে দেন মঈন আলী। ৩৯ রানে চার উইকেট হারায় ইংলিশরা। অধিনায়ক জস বাটলার ও মঈনের জুটি টিকে ছিল ১৬তম ওভার পর্যন্ত। কুলদীপ যাদব ১০ রানে বাটলারকে বোল্ড করেন। লিয়াম লিভিংস্টোনকে নিয়ে দাঁত কামড়ে ক্রিজে পড়ে ছিলেন মঈন। শামি দ্বিতীয় স্পেলের বল হাতে নিয়ে তাকে ১৫ রানে লোকেশ রাহুলের ক্যাচ বানান। ৮১ রানে ৬ উইকেট হারায় ইংল্যান্ড। ক্রিস ওকস ও লিভিংস্টোনের প্রতিরোধ ভাঙেন রবীন্দ্র জাদেজা। ১০ রান করে ওকস রাহুলের দক্ষতায় স্টাম্পিং হন। ৮ বলের মধ্যে লিভিংস্টোনকেও থামতে হয়, ২৭ রান করে কুলদীপের কাছে এলবিডব্লিউ হন। ৯৮ রানে ৮ উইকেট হারায় ইংলিশরা। আদিল রশিদ ৩৪তম ওভারে দুটি চার মারেন শামিকে। শামি তার প্রায়শ্চিত্ত করেন শেষ বলে ইংলিশ ব্যাটারের স্টাম্প উড়িয়ে। ১৩ রান করেন রশিদ। পরের ওভারে বুমরা মার্ক উডকে বোল্ড করে জয় নিশ্চিত করেন। ৭ ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নিয়ে ভারতের সেরা বোলার শামি। তিনটি উইকেট নেন বুমরা। ৮৭ রানের ইনিংস খেলে ভারতকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিয়ে ম্যাচসেরা হয়েছেন রোহিত।

এর আগে টসে জিতে ফিল্ডিং নেওয়া ইংল্যান্ড ৯ উইকেটে ২২৯ রানে ভারতকে আটকে দেয়। ১২তম ওভারে ৪০ রানের মধ্যে ভারতের তিন উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ২৬ রানে উদ্বোধনী জুটি ভাঙে শুবমান গিলের () বিদায়ে। বিরাট কোহলি ৯ বল খেলেও রানের খাতা না খুলে বিদায় হন। ভারতীয় ব্যাটার উইলির বলে বেন স্টোকসের ক্যাচ হন। শ্রেয়াস আইয়ারও () দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। এই অস্বস্তি থেকে ভারত পরিত্রাণ পায় লোকেশ রাহুল ও রোহিত শর্মার ব্যাটে। ৯১ রানের জুটি গড়ে রাহুল (৩৯) বিদায় নেন। ৮৭ রানে থামতে হয় রোহিতকে। ১০১ বলে ১০ চার ও ৩ ছয়ে সাজানো ছিল ভারতীয় অধিনায়কের ইনিংস। ডেথ ওভারের শুরুতেই দুটি উইকেট হারায় ভারত। রবীন্দ্র জাদেজা () ও মোহাম্মদ শামি () ফিরে যান। ফিফটি থেকে এক রান দূরে থাকতে সূর্যকুমার যাদব প্যাভিলিয়নের পথে হাঁটেন। ৪৭ বলে দুটি চার ও একটি ছয় মারেন তিনি। শেষ দিকে যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব নবম উইকেট জুটিতে ইনিংস শেষ করতে পারেননি। শেষ বলে বুমরা রান আউট হন। ভাঙে ২১ রানের জুটি। ১৬ রান করেন বুমরা। ৯ রানে অপরাজিত ছিলেন কুলদীপ। তিনটি উইকেট নেন উইলি। দুটি করে উইকেট পান ওকস ও রশিদ। ষষ্ঠ জয়ে ভারত ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। সমান ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে তিন ও চারে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ২ পয়েন্ট নিয়ে দশ দলের তালিকায় সবার শেষে ইংল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালী ৫ দিন ধরে বিদ্যুৎহীন
পরবর্তী নিবন্ধহরতালে চবির ১৯ পরীক্ষা স্থগিত