ইংরেজি ভাষা ও গার্মেন্টস শ্রমিক নিয়ে দুটি গবেষণাপত্র উপস্থাপন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সেমিনার

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাসে আয়োজিত হয় মাসিক সাহিত্য সেমিনার। গত মঙ্গলবার এই অনুষ্ঠানে দুটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। প্রথম গবেষণাপত্র ‘এক্সপ্লোরিং টিপিডি পারসেপশনস অ্যান্ড চ্যালেঞ্জেস এমাং টারশিয়ারি ইএলটি ফ্যাকাল্টি ইন বাংলাদেশ’ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহনাজ পারভীন সিঁথি। দ্বিতীয় প্রবন্ধ ‘বাংলাদেশি গার্মেন্টস ওয়ার্কার্স সোশিওইকোনমিক রিয়েলিটি অ্যান্ড সোশিওলিঙ্গুইস্টিক পারস্পেকটিভস : অ্যান এক্সটেনসিভ রিসার্চ’ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক জাগরণ দে মিল্টন।

শাহনাজ পারভীন তার গবেষণায় ইংরেজি ভাষা শিক্ষায় চারটি দক্ষতা (শোনা, বলা, পড়া ও লেখা) অর্জন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সঠিক জ্ঞান লাভ, সহযোগিতামূলক মনোভাবে পাঠ দান এবং সর্বোপরি সাস্টেইনেবল গোল৪ অনুযায়ী সকলের জন্য অন্তর্গতমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং জীবনব্যাপী শিক্ষা লাভের সুযোগ সৃষ্টি করার বিষয়ে প্রয়োজনীয়তা তুলে ধরেন। ইংরেজি ভাষা শিক্ষায় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে এগুলোর অপরিহার্যতাও উপস্থাপন করেন। প্রবন্ধটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের পেশাগত মানোন্নয়নের জন্য তত্ত্বীয় জ্ঞান এবং স্বকীয় ও বাহ্যিক অনুপ্রেরণার আবশ্যকতা আলোচনা করা হয়েছে। ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা শিক্ষায় সময়োপযোগী পদক্ষেপ নিতে বেশ কিছু পরামর্শ অন্তর্ভুক্তি করা হয়েছে এই গবেষণাপত্রে।

দ্বিতীয় গবেষণাপত্রে গবেষক জাগরণ দে মিল্টন বাংলাদেশি পোশাক শ্রমিকদের আর্থসামাজিক বাস্তবতা তুলে ধরেন। তিনি দেখিয়েছেন, অনেক পোশাক শ্রমিকের স্কুলের পড়াশোনা খুবই কম। উল্লেখযোগ্য সংখ্যক নিরক্ষর বা অর্ধশিক্ষিত। বাংলা ভাষায় জ্ঞান তেমন থাকে না, যার ফলে লিখিত তথ্য এবং আনুষ্ঠানিক যোগাযোগের মাধ্যমগুলিতে প্রবেশাধিকার সীমিত হয়। পোশাক শ্রমিকরা আঞ্চলিক উপভাষা এবং স্থানীয় ভাষায় কথা বলে। অন্যদিকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বাংলা বা ইংরেজিতে যোগাযোগ করে, যা শ্রেণিবদ্ধ ভাষাগত বাধা তৈরি করে। ভাষাগত ব্যবধান কাজের প্রত্যাশা সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়িয়ে তোলে।

আলোচক প্যানেলে অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, সহযোগী অধ্যাপক গাজী শাহাদাত হোসেন, সহযোগী অধ্যাপক কোহিনূর আক্তার এবং প্রভাষক মু. মেহেদী রহমান। প্রফেসর ড. মোহীত উল আলম বাংলাদেশের উচ্চশিক্ষা পর্যায়ের ইংরেজি ভাষা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও বাস্তব চ্যালেঞ্জ এবং পোশাক শ্রমিকদের সমাজঅর্থনৈতিক বাস্তবতা ও সমাজ ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ নিয়ে বিশ্লেষণ উপস্থাপন করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সৈয়দা সালমা আখতার। সভায় সভাপতিত্ব করেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দিন। সেমিনারের সদ্য প্রয়াত অধ্যাপক লেখক সৈয়দ মনজুরুল ইসলাম ও প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রয়াত চেয়ারম্যান সৈয়দ মিনহাজ হোসাইনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপল্টন হত্যাকাণ্ড ছিল গোটা বাংলাদেশকে হত্যার শামিল
পরবর্তী নিবন্ধসঞ্চারী সংগীত নন্দন একাডেমির ‘গানের আসর’