ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় বহিষ্কার ২

এইচএসসি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ নভেম্বর, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

চলমান এইচএসসির প্রথম দুটি পরীক্ষার পর গতকাল অনুষ্ঠিত তৃতীয় দিনের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষাও শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। বোর্ডের অধীন কেন্দ্রগুলোতে কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা বা নেতিবাচক ঘটনার খবর পাওয়া যায়নি। তবে খাগড়াছড়ির মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে গতকাল।
অসদুপায় অবলম্বণের (নকলের) দায়ে এই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। এছাড়া গতকালের পরীক্ষায় ১ হাজার ৩৯০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলেও বোর্ড সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় তিন মসজিদে চুরি
পরবর্তী নিবন্ধপল্লীবন্ধু এরশাদ ছিলেন গণতন্ত্রের রূপকার