আ. লীগ সরকারের নেতৃত্বে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ

লোহাগাড়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মোতালেব

| রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

সংসদ সদস্য আব্দুল মোতালেব বলেছেন, আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বাংলাদেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। ভবিষ্যতেও আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধাদারিদ্র্যমুক্ত, সুখীসমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। আওয়ামী লীগের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে প্রিয় বাংলাদেশ। তিনি গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য জান মোহাম্মদ সিকদার, শহিদুল কবির সেলিম, মোজাহিদ বিন আলম কাইছার,নুরুচ্ছাফা চৌধুরী, নাজমুল হাসান মিন্টু, আবুল কালাম আজাদ ও মুজিবুর রহমান মুজিব। সভা শেষে এমপি আবদুল মোতালেবর নেতৃত্বে সংগঠনের ৭৫তম প্রতিষ্টাবার্ষিকীর কেক কাটা হয় ও উপজেলা পরিষদ মাঠে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজন