কক্সবাজারের পেকুয়ায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির গোয়ালঘর থেকে পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অভিযানে শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতিকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১৩ মে) ভোর রাতে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলেকদিয়াকাটা এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মনির উদ্দিন প্রকাশ মনু (৩৮) পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলেকদিয়া কাটা এলাকার মৃত কবির আহম্মদের পুত্র।
পেকুয়া থানা পুলিশের অভিযানিক টিম এসআই পল্লব ঘোষ ও এএসআই শাহিন খন্দকারের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা এলাকায় শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় একজন অস্ত্রধারি আত্মগোপনে রয়েছে এমন খবরের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালায় এসআই পল্লব ঘোষের নেতৃত্বে পুলিশের টিম।
পুলিশ দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে মনির উদ্দিন প্রকাশ মনুকে গ্রেপ্তার করে এবং তার দেয়া স্বীকারোক্তি মতে তার বাড়ির গোয়াল ঘরে থেকে একটি দেশীয় তৈয়রি এলজিসহ ২ (দুই) রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মনির উদ্দিন প্রকাশ মনু শিলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান রাজনৈতিক কার্যক্রম স্থগিত হওয়ার পর আওয়ামী লীগ ওই এলাকায় কোন নাশকতার পরিকল্পনা করছে কিনা তা ব্যাপকভাবে তদন্ত করা হচ্ছে এবং যে কোন নাশকতা দমনে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।