বান্দরবানে রোয়াংছড়িতে আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় জনসংহতি সমিতির (জেএসএস) এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদরের উজানী পাড়ায় অভিযান চালিয়ে জেএসএস মূল দলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়। আটক জেএসএস নেতা চিংনু মং (৪৫) রোয়াংছড়ি আওয়ামী লীগ নেতা উথোয়াইনু মারমাকে গুলি করে হত্যা মামলায় এজাহারভূক্ত পাঁচ নং আসামি। সে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের তালুকদার পাড়া গ্রামের মংমং মারমার পুত্র। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রোয়াংছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর মান্নান জানান, গ্রেফতার হওয়া ব্যক্তি হত্যা মামলার এজাহারভুক্ত একজন আসামি। তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে।











