আ.লীগ নেতা লোকমানুল হকের ইন্তেকাল

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলার মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি লোকমানুল হক চেয়ারম্যান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। একইদিন বাদে আসর চান্দগাঁও আবাসিক বি ব্লক জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে খাতুনগঞ্জ এলাকার পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এদিকে লোকমানুল হকের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া পৌরসদরে যানজট নিরসনে মতবিনিময়
পরবর্তী নিবন্ধশিক্ষক আবু তাহের