আ.লীগ নেতা ফজলুল হক চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ৭ জানুয়ারি, ২০২২ at ৫:৩০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, রাউজান থানা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ১১নং পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ কে ফজলুল হক চেয়ারম্যানের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবার, মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক চেয়ারম্যান গণপাঠাগার ও আমরা করবো জয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৮৭ সালের এই দিনে নিজ গ্রামের বাসভূমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মরহুম এ কে ফজলুল হক রাউজান থানায় শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা পালনকারী ‘বড় মাস্টার’ খ্যাত ওচমান আলী মাস্টারের (রহ.) প্রথম পুত্র। তিনি রাউজান চেয়ারম্যান সমিতির সভাপতি ছিলেন। রাউজানে সমবায় আন্দোলনের অন্যতম পুরোধা হক গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতিরও দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে কোটি টাকার ইয়াবাসহ দুই নারী আটক
পরবর্তী নিবন্ধআহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে সমন্বয় সভা