দক্ষিণ রাউজানের উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দুলাল কান্তি বড়ুয়া দুলু গত ২৯ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৪টায় নগরীর একটি হাসপাতালে পরলোকগমন করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার কাতালগঞ্জ নবপন্ডিত বৌদ্ধ বিহারে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের সভাপতিত্বে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এরপূর্বে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতা ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার নেতৃত্বে সংঘের নেতৃবৃন্দ, যুব মহিলা নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাজউান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম. কফিল উদ্দীন, উরকিরচর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. শফিউল আলম, প্রাক্তন চেয়ারম্যান নসুরুল্লাহ চৌধুরী লালু, বর্তমান চেয়ারম্যান আব্দুল জাব্বার সোহেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এরপর তাঁকে আবুরখীলে নেয়া হয়। বিকেলে শোকসভা শেষে তাঁর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তিনি আবুরখীল উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি, বুদ্ধজ্যোতি বাংলাদেশ চাপ্টারের প্রাক্তন মহাসচিব, আশালতা কলেজের সহ-সভাপতিসহ বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন । প্রেস বিঞ্জপ্তি।












