দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহকে দেখতে গেলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল বুধবার মেয়র প্রবীণ এই নেতার মোমিন রোডস্থ বাসভবনে যান। এসময় মেয়র আবু ছালেহের শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। এতে মেয়রের সাথে উপস্থিত ছিলেন-দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা কাজী মোহম্মদ আবু তৈয়ব, কলামিস্ট ড. মাসুম চৌধুরী ও সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।