কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জসীম উদ্দিনের গোয়াল ঘর থেকে চারটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পুকপুকুরিয়া গ্রামস্থ মৃত নুরুল কবিরের ছেলে জসীম উদ্দিনের বাড়ির গোয়াল ঘর থেকে চোরাই গরুগুলো উদ্ধার করা হয়।
এর আগে গরুর মালিক হারবাং ইউনিয়নের বাসিন্দা আবুল কালামকে সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগ নেতার ভাইয়ের ওই গোয়াল ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় স্থানীয় জনতাও চোরাই গরু উদ্ধারের সময় উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়- বৃহস্পতিবার ভোররাতে হারবাং ইউনিয়নের বাসিন্দা আবুল কালামের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়। সেই গরু আওয়ামী লীগ নেতা গিয়াসের ছোট ভাই জসীম উদ্দিনের গোয়াল ঘরে রয়েছে, গোপনে এমন তথ্য পাওয়ার পর পুলিশকে জানানো হয়।
পরে থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ জসীমের গোয়াল ঘরে অভিযান চালিয়ে চোরাই যাওয়া দুটি বড় সাইজের গরু এবং আরও দুটি বাছুর উদ্ধার করে। এ সময় জব্দ করা হয় গরু চুরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ রঁশিসহ বিভিন্ন সরঞ্জামাদি।
অভিযানে নেতৃত্ব দেওয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, হারবাংয়ের আবুল কালামের অভিযোগ পাওয়ার পর ফাঁসিয়াখালীর জসীম উদ্দিনের বাড়ির গোয়াল ঘর থেকে দুটি বড় সাইজের গরু উদ্ধার করা হয়।
এছাড়াও ওই দুই গরুর সঙ্গে দুটি বাছুরও পাওয়া যায়। তাই বাছুর দুটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদের জিম্মায় দিয়ে হারবাং থেকে চুরি হওয়া বড় সাইজের দুটি গরু উদ্ধারের পর থানায় নেওয়া হয়।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, হারবাং থেকে চুরি হওয়া দুটি বড় সাইজের গরু আওয়ামী লীগ নেতার বাড়ির গোয়াল ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে। গরুর মালিকের লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।