আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এই দাবিতে শাহবাগে অবস্থানও চলমান থাকবে বলেও জানান তিনি।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এ কথা জানান নাহিদ ইসলাম। পোস্টে নাহিদ ইসলাম লেখেন, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারো ঢাকা শহরে মার্চ করবে। খবর বাংলানিউজের।
এর আধা ঘণ্টা আগে আরেকটি ফেসবুক পোস্টে নাহিদ অন্তর্বর্তী সরকারের কাছে তিনি দাবি উপস্থাপন করেন। দাবি গুলো হচ্ছে: ১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে। ২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে। ৩. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
নাহিদ ইসলামের এই পোস্টের পর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতাদেরও ফেসবুকে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে একই দাবি পোস্ট করেন।
উল্লেখ্য, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মধ্য দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল।