এদেশে গণতন্ত্রের জন্য আওয়ামী লীগ হচ্ছে ভাইরাস। এই ভাইরাসের বিদায় হয়েছে, বাংলাদেশে এখন সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে। গতকাল শুক্রবার রাতে চকরিয়ার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কঙবাজার–১ আসনে দলের মনোনয়নপ্রাপ্ত সালাহউদ্দিন আহমদ। এ সময় পোর্ট প্রতিষ্ঠা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পনেরো বছর লায় নাকি পোর্ট প্রতিষ্ঠা গইত্তে। অনরার এই মরতপুয়া থাইতে পনেরো বছর লায় তো না। কিয়াল্লাই লাইগ্েগ দে, আমামিলিগর সরকার মাঝোদ্দি ঘলি গিল গৈ দে বলি এতল্লাই লাইগ্গ্ দে। গণতন্ত্রল্লাই আওয়ামী লীগ ভাইরাস।
এদিন বিকেলে চকরিয়ার কোনাখালী ইউনিয়নে পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা চালু করা হবে। এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।’ এদিকে সালাহউদ্দিন আহমদের জনসংযোগ ও পথসভায় মানুষের ঢল নামে। ওই সময় তিনি পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডের শিকার সাত পরিবাকে আর্থিক সহায়তা প্রদান করেন।










