আ. লীগের সম্মেলনে সভাপতিকে ইটের টুকরো মেরে আহত করল যুবক

শোভনদন্ডী

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২৮ মে, ২০২৩ at ৪:৪৩ পূর্বাহ্ণ

পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ওয়ার্ড আ. লীগের সম্মেলনে সভাপতি আবুল হাসান খোকনকে ইটের টুকরো ছুঁড়ে মেরে আহত করার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত সোয়া ৯টায় শোভনদন্ডী ইউনিয়নের কালিয়াইশ স্কুল মাঠে ইউনিয়ন আ. লীগের ৬ নম্বর ওয়ার্ড সম্মেলনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় গতকাল শনিবার ১২ জনকে আসামি করে আহত খোকনের ভাতিজা আবুল হাসনাত বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সূত্র জানায়, সম্মেলনের কাউন্সিল অধিবেশনে কাউন্সিলর তালিকা নিয়ে মতবিরোধের মধ্যেই আবু ফজল মো. ইসরাফিল রিফাত নামের এক যুবক ইউনিয়ন আ. লীগের সভাপতি আবুল হাসান খোকনকে লক্ষ্য করে একটি ইটের টুকরো ছুড়ে মারে। ইটের টুকরোটি খোকনের মাথায় লেগে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে হাসতাপালে নিয়ে যায়। ঘটনার পর দায়ী যুবককে লোকজন আটক করে।

ইউনিয়ন আ. লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুল্লাহ জানান, কঠোর পরিশ্রম করে ৬ নম্বর ওয়ার্ড আ. লীগের সম্মেলনের আয়োজন করা হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর তালিকা নিয়ে আপত্তি উঠে। এ কারণে তিনিসহ অনেকে দ্বিতীয় কাউন্সিল অধিবেশন সম্পন্ন না করেই চলে যান। পরে জানতে পারেন এক যুবক কাউন্সিল অধিবেশনে ইটের টুকরো ছুড়ে সভাপতিকে আহত করেছে।

শোভনদন্ডী ইউনিয়নের ইউপি সদস্য নজরুল মেম্বার জানান, ইটের টুকরোর আঘাতে খোকন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় পটিয়া হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ টিম পাঠানো হয়। সেখানে জনতার হাত থেকে রিফাত নামের একজনকে আটক করে পুলিশ। ওই ঘটনায় ওয়াহিদুল্লাহকে প্রধান আসামি করে ১২ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়। দায়েরকৃত মামলায় রিফাতকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশের সব বিমানবন্দর থেকে কোভিড বিধিনিষেধ প্রত্যাহার
পরবর্তী নিবন্ধশর্তসাপেক্ষে কেউ আনসার চাইলে পাবেন, নেতৃত্বে থাকবে পুলিশ