আ. লীগের মনোনয়ন পেলেন শামসুল ইসলাম

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পৌরসভায় উপনির্বাচন | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৪:৫৪ পূর্বাহ্ণ

বান্দরবান পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা মো. শামসুল ইসলাম। তিনি বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস বলেন, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচজন কেন্দ্রীয়ভাবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তাদের মধ্য থেকে জেলা আওয়ামী লীগের সভায় সর্বসম্মতিক্রমে তিনজনের নাম প্রস্তাবনা পাঠানো হয়েছিল কেন্দ্রে। দলীয়ভাবে কেন্দ্র থেকে সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান আওয়ামী লীগের বান্দরবান পৌরশাখার সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলামকে প্রার্থী মনোনয়ন করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবান পৌরসভার নির্বাচিত মেয়র মো. ইসলাম বেবী গত ১৫ এপ্রিল মৃত্যুবরণ করায় পদটি শূন্য হয়। আগামী ১৭ জুলাই উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন এবং প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন ভিসা নীতিতে বিএনপির মাথা আরো বেশি খারাপ হয়েছে
পরবর্তী নিবন্ধপ্রথম নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন লোকমান