আ. লীগের ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে : শাহাদাত

টেরিবাজারে মসজিদ সংস্কার কাজ পরিদর্শন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৮:৪৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দলীয় লোক দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসাবাণিজ্য নিয়ন্ত্রণ করেছে। আওয়ামী লীগের সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে এদেশের সাধারণ ব্যবসায়ীরা জিম্মি ছিল। যার কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ দেশ স্বৈরাচার ও সিন্ডিকেট মুক্ত হয়েছে। তাই সাধারণ ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছেন। তিনি গতকাল সন্ধ্যায় টেরিবাজার ব্যবসায়ী সমিতির আওতাধীন বঙিরবিট মসজিদ সংস্কার কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন। এসময় প্রতিটি জিনিসের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

ডা. শাহাদাত বলেন, আজ দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কুমিল্লা, ফেনী, মীরসরাই, ফটিকছড়িসহ চট্টগ্রাম জেলার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে। ব্যবসায়ী মহলসহ সমাজের সর্বস্তরের মানুষকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান, বেলায়েত হোসেন, আহমদ হোসেন, আবুল মুনসুর, নুরুল আফসার, ফজল, জাকির হোসেন, আহমদ, মো. নাসিরউদ্দিন, মো. ইসমাইল, আবদুল হান্নান, আবদুস সামাদ, এস এম আহমদ হোসেন, আবুল বশর, ফজল আহমদ,আহমদ হোসেন,আবদুল করিম।

চট্টগ্রাম কলেজ ছাত্রদল : নগর বিএনপি’র সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরাম চট্টগ্রামের প্রথম শহীদ হয়েছেন। শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম, শহীদ মুগ্ধদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। তাদের আত্মত্যাগ আমরা কখনো ভুলবো না। এছাড়াও এই চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন করতে গিয়ে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বোরহানুল হকসহ অসংখ্য ছাত্রনেতা আহত হয়েছে। অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত করে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।

গতকাল সকালে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা বোরহানুল হক চিকিৎসা সেবা নিতে আসলে তার সঙ্গে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন সাহেদ, সাবেক ছাত্রদল নেতা আমজাদ হোসেন শাকিল, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত নুরী সিদ্ধি, শরিফুল ইসলাম, সাফরাশ নূরী সিজ্জি, মো. শরিফুল ইসলাম আবীর, শাকের আব্দুল্লাহ সাবের নাইম ভূঁইয়া, এম শুয়াইব, ইভান, মোহাম্মদ খোরশেদ, আরিফুল ইসলাম, তারেক হোসেন, হাসনাত আব্দুল্লাহ, ইজাজুল ইসলাম তাহসিন, মোহাম্মদ জাবেদ, হাবিবুন নবী সোহেল, ইমরান হোসনে, মোহাম্মদ শাহআলম, মনসুর।

পূর্ববর্তী নিবন্ধএবার চাকরি গেল কৃষ্ণ পদসহ তিন পুলিশ কর্মকর্তার
পরবর্তী নিবন্ধহাছান মাহমুদ, নাছির, নওফেলসহ ২৭০ জনের নামে হত্যা মামলা