জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি আ.লীগের ক্ষতি করতে পারবে না। তিনি আরো বলেন, সরকার ক্ষমতায় আছে বিধায় বাংলাদেশ এখন উন্নয়ন অগ্রগতিতে বিশ্বে পরিচিত লাভ করেছে। তারই নেতৃত্বে পটিয়া উপজেলারও বিগত ১৩ বছরে প্রায় ৫ হাজার কোটি টাকার উন্নয়ন করা হয়েছে। কোলাগাঁও ইউনিয়নে আজ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় কোলাগাঁও ইউনিয়ন শিল্পজোন হিসেবে পরিণত হয়েছে। তিনি গতকাল বৃহস্প্রতিবার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কোলাগাঁও ইউনিয়ন সভাপতি আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, বিজন চক্রবর্তী, আবদুল খালেক, চেয়ারম্যান মুহাম্মদ সেলিম, এম. এজাজ, ইঞ্জিনিয়ার মোরশেদ উল্লাহ, মো. বেলাল উদ্দিন, এম এ রহিম। ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক বদিউল আলম তুষারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শামসুল ইসলাম, আবু সুফিয়ান টিপু, এডভোকেট দীপক কুমার শীল, হাজী সাহাব উদ্দীন, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, হাজী নুর খান মাষ্টার, হাজী ওসমান গণি, অজিত বড়ুয়া, শেলিনা আক্তার, ইকবাল আহমদ, রমজান আলী সর্দার, দিদারুল আলম, বিশ্বজিৎ, রুপক শীল,নাজিম উদ্দিন, মোঃ হুমায়ূন, মাহবুবুল হক চৌধুরী, বুলবুল হোসেন, নাজমুল সাকের সিদ্দিকী, তানভীর হোসেন, শাহ জামির, জাহাঙ্গীর আলম বেলাল, হাজী রফিক আহমদ, মনোতোষ বাবু, চন্দন মেম্বার, বাহা উদ্দিন, মো. শাহজাহান, আবদুল কাদের, শামসুল আলম, মো. শফি, সাইফর রহমান প্রমুখ।