আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৩ মার্চ, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে এবং গত ১৬ বছরে গুম, খুন, হত্যার অপরাধে আওয়ামীলীগের বিচার ও নিষিদ্ধ করার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এসিপি) চট্টগ্রাম। গতকাল শনিবার বিকাল সাড়ে চারটার দিকে নগরের জামালখান চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জুলাই অভ্যুত্থানে আহতরা এবং নিহতদের স্বজনরা। এতে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের অংশীদারদের বিচার, দলের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান বিক্ষুব্ধ জনতা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলেন, যারা জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, বাংলার জনগণ তা মেনে নেবে না। দেশের স্বার্থে প্রয়োজনে আবারও রাজপথে নামতে প্রস্তুত। তবে আওয়ামী লীগের পুনর্বাসন কোনভাবেই বাংলাদেশে মেনে নেওয়া হবে না।

পূর্ববর্তী নিবন্ধমুজাফ্‌ফর আহমদ খানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধএডভোকেট জহিরুল হকের আজ ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ