আ. লীগের নির্বাচনী প্রচারণা শুরু সেপ্টেম্বর থেকে

এলাকায় সরব মন্ত্রী-এমপিরা

শুকলাল দাশ | রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট। জোটের পাশাপাশি জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে।

এদিকে ঈদুল আজহা থেকে নিজ নিজ এলাকায় সরব হয়েছেন মন্ত্রীএমপিরা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের মন্ত্রীএমপিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা এলাকার প্রত্যন্ত অঞ্চলে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সময় পার করছেন। একই সঙ্গে দেখা গেছে জাতীয় পার্টিও তাদের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়সহ সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে।

আওয়ামী লীগ তাদের কার্য তালিকা অনুযায়ী চলতি জুলাই মাসে দলের সাংগঠনিক কার্মকাণ্ড (জেলা, উপজেলা, পৌরসভা, মহানগরীর ওয়ার্ডথানা সম্মেলনের) পরিচালনা করবে। পাশাপাশি বিএনপিজামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে সক্রিয় থাকবে বলে কেন্দ্রীয় একাধিক সূত্রে জানা গেছে। জুলাইয়ের পরে আগস্ট মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করবে। এই মাসে কোনো ধরনের সম্মেলন কিংবা প্রচারপ্রচারণা চালাবে না। সেপ্টেম্বর থেকে পুরোদমে সারাদেশে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচারপ্রচারণায় মাঠে নামবে আওয়ামী লীগ। সেভাবে সকল সহযোগী সংগঠনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে এ বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদেরকে। একই সাথে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষ যাতে রাজনীতির মাঠে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সতর্ক থাকতেও বলা হয়েছে।

গত বুধবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তরদক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতিসাধারণ সম্পাদকের যৌথসভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের নেতাকর্মীদের এমন নির্দেশনা দেওয়া হয় বলে সভায় উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।

এই বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, আওয়ামী লীগের যৌথসভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরমধ্যে আগস্ট মাসের পরেই সেপ্টেম্বর মাসে নির্বাচনী প্রচারণায় নামার সিদ্ধান্ত হয়েছে। অক্টোবর থেকে পুরোদমে দ্বাদশ জাতীয় সংসদের ডামাঢোল শুরু হবে। নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণাসহ নির্বাচনী কার্যক্রম পুরোদমে শুরু করবেন। মন্ত্রী পরিষদের আকার ছোট করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক ২০২৩ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখতে দেখতে ভোটের সময় এগিয়ে আসছে। তাই প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে সংসদীয় এলাকাগুলোতে ভোট কেন্দ্রের তালিকা তৈরির কাজ শুরু করেছে নির্বাচন কর্মকর্তারা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট এবং প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দল গুছিয়ে নির্বাচনমুখী হয়ে উঠলেও বিএনপি এখনো আন্দোলনমুখী। তারা সারা দেশে সরকার বিরোধী নানা কর্মসূচি পালন করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে নগরে আরও এক মৃত্যু