আ. লীগের দুর্দিনের কাণ্ডারী ছিলেন শফিউল আলম

স্মরণসভায় বক্তারা

| শনিবার , ২৩ এপ্রিল, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

নগরীর ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক হাজী শফিউল আলমের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার বিকেলে স্টিল মিলস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্র্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর হোসেন কবি। সাবেক কাউন্সিলর হাজী মো. আসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্‌বায়ক হাজী হারুন উর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

প্রধান বক্তা ছিলেন ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন। আরও বক্তব্য রাখেন সংগঠক আবদুর রহিম, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, সেলিম আফজল, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়ক সম্পাদক শারমিন ফারুক সুলতানা, মো. ইলিয়াছ, আক্কাস সওদাগর, মো. লোকমান, মো. আনোয়ার, আবদুর রউফ, জাবের আলম, জাবেদ হোসেন, মো. হারুন, ইফতেখার হোসেন, যুবলীগ নেতা সেলিম রেজা, মো. হারুন, মো. জামাল, ইকবাল হোসেন নয়ন, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, জোবায়েত খলিল দিপু, মো. জিয়া, আরমান কবির সহ ওয়ার্ড ও থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, মরহুম হাজী শফিউল আলম ছিলেন নীতি ও আদর্শে অবিচল। তার শূন্যতা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের নামে যে কোন জাতীয় ও স্থানীয় স্থাপনা নামকরণ করে তাঁর স্মৃতিকে সংরক্ষণ করার জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমৃণাল কান্তি দাশ স্মরণসভা
পরবর্তী নিবন্ধজেলা কমান্ডার সাহাব উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ