নগরীর ৩৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক হাজী শফিউল আলম স্মরণে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে এক সভা সংগঠনের আহ্বায়ক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা মো. রাসেল মাহামুদের সঞ্চালয়ন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী হারুন উর রশিদ। বিশেষ অর্তিথি ছিলেন আবু তাহের, সুলতান নাছির উদ্দিন, আকবর হোসেন। মূখ্য আলোচক ছিলেন আ.লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী হাজী জিয়াউল হক সুমন।
বক্তব্য রাখেন হাজী মো. আসলাম, সেলিম আফজাল, এডভোকেট মো. শামশুল আলম, শারমিন ফারুক, মো. ইলিয়াছ, হাজী আ. রউফ, জাবের হোসেন, আনোয়ারুল করিম রুশদী, জাহেদ হোসেন, আজাদ হোসেন রাসেল, ইফতেখার জিসান, সানজিদ অয়ন প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শামশুল আলম। সভায় বক্তাগণ বলেন মরহুম হাজী শফিউল আলম ছিলেন নীতি ও আদর্শে অবিচল, তার শূন্যতা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ মরহুমের নামে যে কোন জাতীয় ও স্থানীয় স্থাপনায় নামকরণ করে তাঁর স্মৃতিকে সংরক্ষণ করার দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।