আ.লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য মনোনীত ব্যারিস্টার বদরুল আলম

| রবিবার , ২২ অক্টোবর, ২০২৩ at ৯:২৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্য মনোনীত হয়েছেন হাটহাজারীর ধলই ইউনিয়নের কৃতী সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার বদরুল আলম চৌধুরী। আওয়ামী আইনজীবী পরিষদ যুক্তরাজ্য শাখার সাবেক সহ সম্পাদক তরুণ এ আওয়ামী লীগ নেতা ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য হিসেবেও কাজ করেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও চট্টগ্রাম নগরীর সিআরবি রক্ষা আন্দোলনে গঠিত নাগরিক কমিটির সদস্য হিসেবে বলিষ্ঠ ভূমিকা রাখেন। বিশ্বব্যাপী কভিড১৯ এর সময় হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের কাটিরহাটে ২০ বেডের করোনা আইসোলেশন সেন্টারের অন্যতম উদ্যোক্তা ও প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সমপ্রতি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির চেয়ারম্যান এ কে এম রহমত উল্লাহ ও ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আনোয়ারায় যুবলীগের বর্ধিত সভা
পরবর্তী নিবন্ধফতেয়াবাদে মুনিরীয়া যুব তবলীগের এশায়াত মাহফিল