বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ–কমিটির সদস্য নির্বাচিত হলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ–কমিটির চেয়ারম্যান একেএম রহমান উল্লাহ এমপি এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে উক্ত কমিটির সদস্য মনোনীত করা হয়। চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ–কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন ও দলীয় কর্মকান্ড আরো গতিশীল করতে কাজ করে যাবেন বলে জানান।












