আ.লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন ভূমিমন্ত্রী জাবেদ

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১:০৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের টানা তিন বারের সংসদ সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

বুধবার (২৯ নভেম্বর) বেলা ১২টার পর আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইশতিয়াক ইমনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রণি, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার প্রমুহ।

এদিকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির মনোনয়ন পত্র জমা দেওয়ার খবরে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের হাজার হাজার নেতা আনোয়ারা ডিগ্রী কলেজ মাঠে থেকে উপজেলা পরিষদের বাইরে জড়ো হয়ে আনন্দ উৎসবে মেতে উঠে।

এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভূমিমন্ত্রী বলেন, দেশের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি। পুরো দেশে নির্বাচনের হাওয়া বইছে। মানুষ ভোটের উৎসবে মাতোয়ারা। ইনশাআল্লাহ আমি এলাকার উন্নয়নে কাজ করেছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তার আগে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি হাইলধরে তাঁর পিতা প্রয়াত বর্ষীয়ান রাজনীতিবীদ আখরুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারত করে মনোনয়ন পত্র জমা দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-১১ আসন : বাবা নৌকার প্রার্থী, ছেলে স্বতন্ত্র
পরবর্তী নিবন্ধতথ্যমন্ত্রীর আসনে লড়তে প্রস্তুত তৃণমূল বিএনপি ও জাতীয় পার্টিসহ ৫ প্রার্থী