আ জ ম নাছির গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু

| শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত আ... নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আজ বিকেলে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ. . . নাছির উদ্দীন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে থাকবেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ সভাপতি আলী আব্বাস। উদ্বোধনী খেলায় ফটিকছড়ি হাসনাবাদ বোরহান মেম্বার ফুটবল একাডেমি এবং পটিয়া আবদুর সাত্তার ফুটবল ফাউন্ডেশন অংশগ্রহণ করবে।

টুর্নামেন্ট উপলক্ষ্যে গতকাল এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান গোলাম মোঃ জোবায়ের, মাদারবাড়ী শোভনীয়া ক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক ও সমন্বয়ক মোঃ মোশাররফ হোসেন লিটন, স্পন্সর প্রতিনিধি মোহাম্মদ সোলাইমান ও কে এম এজেন্সি চেয়ারম্যান মোঃ মসিউল আলম স্বপন। এতে আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম, ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, অর্থ সম্পাদক মোঃ সাইমন আহমেদ সাহেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুর রহমান রানা, সদস্য মোঃ নূরউদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কোচেয়ারম্যান এস এম মামুন রশীদ, লিটন রায়, ১নং সদস্য রায়হান ইউসুফ এবং শিকলবাহা স্পোর্টস একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ।

পূর্ববর্তী নিবন্ধভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচও বাতিলের শঙ্কা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ড্র করল বাংলাদেশ