আ জ ম নাছিরের মেজ ভাই এ এস এম সাহাব উদ্দীনের ইন্তেকাল

আওয়ামী লীগ নেতৃবৃন্দের শোক

| রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেজ ভাই, আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কমিশনার এ এস এম সাহাব উদ্দীন গতকাল সকাল ৮টায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, পাঁচ ভাই, তিন বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন বন্ধু বান্ধব ও গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদে এশা মরহুমের জানাজা শেষে কদম মোবারক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাবেক কমিশনার মরহুম এ এস এম সাহাব উদ্দীনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কে এম শহীদুল কাওসার, আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য রোটারিয়ান মো. ইলিয়াছ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মৃতি পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি আশীষ নন্দী ও সাধারণ সম্পাদক এহছানুল আজিম লিটন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
পরবর্তী নিবন্ধশিশু সাহিত্যিক রমজান আলী মামুন তার সৃষ্টির জন্য বেঁচে থাকবেন