সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মাতা মরহুমা ফাতেমা জহুরা বেগমের আত্মার মাগফেরাত কামনায় বাংলাদেশ মহিলা সমিতি শিশু সদনের পক্ষ থেকে এতিম শিশুদেরকে নিয়ে পবিত্র কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের মুসল্লি, এতিমখানার ছাত্র, শিক্ষকবৃন্দ। এতে মোনাজাত পরিচালনা করেন এতিম খানার তত্ত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ আবদুল কাদের।
বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ : সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের মাতা ফাতেমা জহুরা বেগমের শোকসভা ১ ফেব্রুয়ারি স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও শিক্ষাবিদ প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। এতে সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন মো. সেকান্দর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য, সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, শিক্ষাবিদ অধ্যক্ষ ড. সানাউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন, সুজিত কুমার দাস, সুমন দেবনাথ, পরিমল, আসিফ ইকবাল, বোরহান উদ্দিন গিফারী ও রিয়াতুল করিম প্রমুখ। শোক সভায় পরিষদ আনুষ্ঠানিকভাবে আ জ ম নাছির উদ্দীনের হাতে শোক ও সমবেদনার একটি স্মারক হস্তান্তর করে। প্রেস বিজ্ঞপ্তি।