আ জ ম নাছিরের মায়ের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

| বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সাবেক মেয়র, বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দিনের মাতা মরহুমা ফাতেমা জহুরা বেগমের আত্মার মাগফেরাত কামনায় বিসিবির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খতমে কুরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।এসময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এম পি এবং তাঁর নেতৃত্বাধীন বিসিবি পরিচালকবৃন্দের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়। পাশাপাশি ক্রিকেটের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। মাহফিলে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক মঞ্জুর আলম মঞ্জু, ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেলসহ বিসিবি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুল কালাম আজাদের নামাজে জানাজা আজ বাদে আসর
পরবর্তী নিবন্ধড. মাহফুজুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকী আজ