কদম মোবারক শাহী জামে মসজিদে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে চট্টগ্রাম জিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের মাতা মরহুমা ফাতেমা জোহরা বেগমের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাদ মাগরিব অনুষ্ঠিত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারশনের ভারপ্রাপ্ত সভাপতি খোন্দকার হাসান মনির সুমন, কার্যকরি কমিটির সদস্য আসাদুজ্জামান, সাইফুল আলম বাপ্পি, সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নবীন মেলার সভাপতি জামাল উদ্দিন বাবুল, মহল্লা কমিটির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলম, মরহুমা ফাতেমা জোহরা বেগমের সন্তান প্রকৌশলী মেজবাহ উদ্দীন, সিজেকেএস কাউন্সিলর প্রকৌশলী জসিম উদ্দিন, মো. জাবেদ হোসেন, হারুনুর রশিদ, মুহাম্মাদ ইমরান হোসেন জুয়েল, আব্দুল মোনায়েম মো. নাহিদ চৌধুরী মাহমুদ, মো. আলী জিন্নাহ, জুবায়ের আইম্যান প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন কদম শাহী জামে মসজিদের ইমাম হাফেজ ইকরাম হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।