আয়োজন দেখে মুগ্ধ মুমিনুল এমন সংস্কৃতিই দেখতে চান

মুশফিকের শততম টেস্ট

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ৯:৫০ পূর্বাহ্ণ

মুশফিকুর রহিমের শততম টেস্টের আয়োজন দেখে একটু চমকে যাওয়া মুমিনুল হকের মনে উঁকি দিচ্ছিল প্রশ্ন, এটা কি অবসরের আয়োজন? ক্রিকেটারদের এভাবে সম্মান জানানোর সংস্কৃতিই এদেশের ক্রিকেটে দেখতে চান অভিজ্ঞ এই ব্যাটার, যাতে অনুপ্রাণিত হতে পারে তরুণ প্রজন্ম। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টের প্রথম দিনের খেলা শেষে মুমিনুল বললেন, দেশের ক্রিকেটে এমন সংস্কৃতিই তিনি দেখতে চান। ‘এই পরিবেশ তো আগে কোনো সময় দেখিনি, সত্যি কথা। এমনকি কারও অবসরের সময়ও দেখিনি। একটা সময় মনে হচ্ছিল যে, অবসরের দিকে যাচ্ছে! পরে দেখলাম যে, নাহ, ১০০ টেস্টের মতো হচ্ছে। মানে মনে হচ্ছিল যে, কেউ যখন অবসর নেয়, তখন অন্যান্য দেশে এভাবেই করে আমাদের দেশে নয়, অন্যান্য দেশে এরকম দেখি আর কী। এবার আমার নিজের দেশে দেখে অনেক ভালো লাগল। আমার কাছে মনে হয়, এই জিনিসটা এই সংস্কৃতি যদি সবসময় থাকে বাংলাদেশে, তো তরুণ প্রজন্ম যারা আছে, তারাও টেস্ট খেলার জন্য বা ১০০ টেস্ট খেলার জন্য অনুপ্রাণিত হবে।’ বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলকের জন্য মুশফিককেই উপযুক্ত মনে করেন মুমিনুল। ৯৯ রানে অপরাজিত থাকা ব্যাটসম্যানের ব্যাটে দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি দেখতে চান তিনি। মুশফিকের পর ১০০ টেস্ট খেলার সম্ভাবনায় আপাতত সবচেয়ে এগিয়ে মুমিনুলই। এটি তার ৭৫তম টেস্ট। তবে তিনি ম্যাচ খেলার সেঞ্চুরি নিয়ে খুব ভাবিত নন। বরং দলে শুধু অবদান রেখে যেতে চান। মুশফিকের সেঞ্চুরি প্রসঙ্গে মুমিনুল জানালেন, ‘একটি মাত্র রান দরকার। আমাদের কোনোই সংশয় নেই মুশফিক ভাই কাল (বৃহস্পতিবার) দ্বিতীয় দিন সকালে অনায়াসে তা তুলে নিয়ে নিজের ১৩ নম্বর সেঞ্চুরি পূরণ করবেন।’ মুমিনুল জানিয়ে দিলেন, ‘যেহেতু ক্রিকেটারটি মুশফিক ভাই, তাই কোনোরকম চিন্তাভাবনা নেই আমাদের। তিনি ছাড়া অন্য কেউ হলে হয়ত খানিক কনফিউশনে থাকতাম; কিন্তু মুশফিক ভাই সব সময় এসব কন্ডিশনে অনেক বেশি সতর্ক। সাবধানী। আর আজকে তিনি খেলেছেন আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে। মনে হয় না ওই একরান করতে কোনোরকম ভুল করবেন তিনি।’

পূর্ববর্তী নিবন্ধভারত ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের যুব বিশ্বকাপ অভিযান
পরবর্তী নিবন্ধশততম টেস্টে মুশফিকের সম্মাননা