‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ গানের গীতিকার আর নেই

| সোমবার , ৯ মে, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

‘তোমারে লেগেছে এত যে ভালো’, ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ এর মতো জনপ্রিয় গানের গীতিকার কে জি মোস্তফা আর নেই। এই গীতিকার, কবি ও সাংবাদিক হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রোববার রাত ৮টায় মারা যান বলে জানিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান। খবর বিডিনিউজের।

কে জি মোস্তফার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। আজ জোহরের পর প্রেস ক্লাব প্রাঙ্গণে কে জি মোস্তফার জানাজা হবে বলে জানান ইলিয়াস খান।

কে জি মোস্তফার জন্ম ১৯৩৭ সালের ১ জুলাই নোয়াখালীর বেগমগঞ্জে। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নেন। দৈনিক ইত্তেফাকে তার সাংবাদিকতায় হাতেখড়ি। ১৯৭৬ সালে তিনি বিসিএস (তথ্য) ক্যাডারভুক্ত হন এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সহকারী সম্পাদক পদে যোগ দেন। ১৯৯৬ সালে সিনিয়র সম্পাদক (যুগ্ম সচিব পদমর্যাদা) হিসেবে অবসর নেন।

পূর্ববর্তী নিবন্ধছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
পরবর্তী নিবন্ধকক্সবাজারে মোর্শেদ আলী হত্যায় ৪ আসামি গ্রেপ্তার